শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার তক্কারমাঠ ইস্ট কোস্ট নীট ওয়্যার গার্মেন্টসের সামনে থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার মধ্যরাতে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গামেন্টর্সের নিরাপত্তা প্রহরী ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এরপর থেকে কারখানার সামনের সড়ক একে বারেই নিরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এসময় কেউ বাহিরে বের হই না। রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেইটের ফুটো দিয়ে বাহিরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষন লাফিয়ে সড়কে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষনিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানিয়েছেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় এবং অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply