শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লার পিঠালীপুল এলাকাস্থ প্যারাডাইস ক্যাবল কারখানার অপর পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি মিনারুল জানান, একটি ডোবায় অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, অজ্ঞাত যুবকের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশটি দেখে মনে হয়েছে ৩/৪ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর এবং নিহতের পরিচয় পাওয়া পর বুজা যাবে যুবকের মৃত্যুর আসল রহস্য।
Leave a Reply