সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: স্ত্রীর প্রেমিকাকে আটক করে ২ লাখ টাকা মুক্তিপন চাওয়ার অভিযোগে অপহৃত গার্মেন্টস কর্মকর্তা কে উদ্বার সহ তিন অপহরনকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার রাত ১০ টায় ফতুল্লা থানা পুলিশ মাসদাইর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কে উদ্বার সহ তিন অপহরনকারিকে গ্রেফতার করে।এ ঘটনায় অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মোঃ মিলনের(৩৮) স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর পুলিশ লাইন এলাকার মনোয়ার হোসেন শোভার পুত্র মোঃ শান্ত মনোয়ার(৪৩) ,তার স্ত্রী লাকী বেগম(২৬) ও জেলার সদর থানার ২ নং বাবুরাইল এলাকার মৃতঃ ইব্রাহিম হোসেনের পুত্র মোঃ নুরুউদ্দিন(৩৫)।
মামলার বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,তার স্বামী মাসদাইর অবন্তী কালার টেক্স লিঃ নামক একটি পোষাক তৈরীর কারখানায় মার্জেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছে।প্রতিদিনের মতো রবিবার সকাল ৯ ঘটিকায় তার কর্মস্থলের উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয়। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার নাম্বারে কল আসলে সে রিসিভ করলে ফোনের ওপর প্রান্ত থেকে তাকে জানায় যে তোর স্বামী খুব বিপদে রয়েছে এবং অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটকিয়ে রেখেছে। এবং তার স্বামীকে বাচাঁতে চাইলে নগদ দুই লাখ টাকা বিকাশে পাঠাতে বলে।
ফতুল্লা থানার এস,আই মোদাচ্ছের জানায়,বাদীর লিখিত অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে কিছুটা কৌশল অবলম্বন করি। বিকাশের দোকান বন্ধ টাকা নিতে হলে সরাসরি রিতে হবে এমন কথা বললে অপহরনকারীরা সহজেই রাজি হয়ে যায। এতে করে আমি সহ আমার সঙ্গীয় ফোর্সদ্বয় রাত দশটার দিকে মাসদাইর কবরস্থানের ভিতর অবস্থান নেই। অপহরনকারীরা টাকা নিতে এলে আমরা তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই।এবং অপহরনকারীদের কবল থেকে অপহৃত গার্মেন্টস কর্মকর্তাকে উদ্বার করতে সক্ষম হই।
অপরদিকে গ্রেফতারকৃত স্বজনদের দাবী,গ্রেফতারকৃত শান্ত মনোয়ার ও অপহৃত মার্জেন্ডাইজার মোঃ মিলন একই প্রতিষ্ঠানে চাকুরী করতো এবং একই সাথে ব্যবসা করতো সেই সুবাদে তাদের মধ্যো পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। এর ফলে অপহৃত প্রায় সময় গ্রেফতারকৃত শান্ত মনোয়ারের বাসায় যাতায়াত করতো। এক পর্যায়ে শান্ত মনোয়ারের স্ত্রী লাকী বেগমের সাথে মিলনের অবৈধ সম্পর্ক গড়ে উঠে।
গত কয়েকদিন পূর্বে পরিবারের লোকজন আপত্তিকরবস্থায় হাতেনাতে আটক করে দুজনকে।অপরদিকে শান্ত মনোয়ার ব্যবসার জন্য দেয়া দেড় লাখ টাকা পেতো মিলনের নিকট থেকে। আর তাই গতকাল মিলন কে আটক করে টাকা দাবী করেছিলো। এ ঘটনাকেইমিলনের স্ত্রী অপহরনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে।
এ ঘটনায় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়,আটকিয়ে রেখে টাকা চাওয়ার অভিযোগ পেয়ে পুলিশ কয়েক ঘন্টার ব্যবধানে অভিযান চালিয়ে অপহৃত ব্যাক্তিকে উদ্বার সহ অপহরনকারীদের কে গ্রেফতার করেছে।
Leave a Reply