December 1, 2023, 1:07 am
নারায়ণগঞ্জের খবর: মাদক সেবনে বাধা দেয়ায় ফতুল্লার পিলকুনীতে নুহিন (১৮) নামক এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে গত শনিবার রাত সাড়ে ৮টায় দাপা ইদ্রাকপুর, পিলকুনী পাঁচতলার সামনের রাস্তায়।
এ ঘটনায় ইমরান হোসেন শুভ বাদী হয়ে পিলকুনী পাঁচতলা এলাকার ওমর ফারুকের ছেলে উদয় (২৫), সামির (২০), নিলয় (১৮), একি এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (২২), শাকিল (২২), কে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগন বেশ কিছুদিন যাবত বাদীর বাসার সামনে মাদকদ্রব্য সেবন সহ নানা ধরনের অসামাজিক কর্মকান্ড করিয়া আসিতেছে।বাড়ীর সামনে মাদক সেবন করতে নিষেধ করিলে তাহারা ক্ষিপ্ত হইয়া বাদীকে হুমকী প্রদান করিয়া আসিতেছিলো।এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বাদীর ছোট ভাই মোঃ তাহামিদকে (২০) রাস্তায় পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদীর ছোট ভাই প্রতিবাদ করলে বিবাদীগন তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।
হামলার ঘটনার বিস্তারিত ছোট ভাইয়ের মুখে শুনিয়া রাত ১০ টার সময় বাদী মারধরের শিকার তাহামিদ কে সহ সাথে থাকা মোঃ নুহিন, মোঃ সিনহা,মোঃ আলআমিন কে নিয়ে মারধরের কারন জিজ্ঞেস করতে গেলে কিছু বুঝে উঠার আগেই তাদের উপর হামলা চালায়।এ সময় বিবাদীগনেরা ধারালো ছুরি দিয়ে ছাত্রলীগ কর্মী নুহিনকে কোপ মারিলে নুহিন জীবন রক্ষার্থে ডান সামনে বাড়াইয়া দিলে উক্ত কোপ হাতে বৃদ্ধ আঙ্গুলে লাগিয়া রক্তাক্ত জখম হয়। এমতাবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
Leave a Reply