নিজস্ব প্রতিবেদকঃ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফতুল্লা থানার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী শাহাজুল ওরফে ডাকাত শাহাজুল(৩৫)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার(৫ ডিসেম্বর) তাকে ফতুল্লা থানার শারজাহান রোলিং মিলের মংলার মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত শাহাজুল ওরফে ডাকাত শাহাজুল ফতুল্লা থানার মাদক সম্রাট শারজাহানের পুত্র।
থানা পুলিশ জানায়,ঢাকার শেরেবাংলা নগরের ২০১০ সালের একটি ডাকাতি মামলার পলাতক আসামী ছিলো গ্রেফতারকৃত শাহাজুল।শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শারজাহান রোলিং মিল এলাকার মংলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাহাজুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহাজুলের বিরুদ্ধে ৭/৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।
তথ্য মতে,ডাকাত শাহাজুল এক সময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলো।২০১৩ সালে ঢাকায় বন্দুক আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্বে ডাকাত দলের প্রধান শাহজুলেরখালাতো বোন জামাই শফিক নিহত হলে দলছুট হয়ে পরে ডাকাত শাহাজুল।এরপর থেকে সে তার বাবা- মা,বোন এবং বোন জামাই টেকনাফের শির্ষ মাদক ব্যবসায়ী বাদলের সাথে মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠে।বর্তমানে সে ফতুল্লার শিয়াচর ও দাপা ইদ্রাকপুর এলাকা জুড়ে গড়ে তুলেছে বিশাল ইয়াবার বাজার।আর এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায় সময় শাহাজুল স্থানীয় মহলজুড়ে প্রতিনিয়ত জন্ম দেয় নানা সহিংসতার ঘটনা।
সর্বশেষ গত এক মাস পূর্বে ডাকাত শাহাজুল তার ডিভোর্সি স্ত্রী’র পিতা নাছিরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।একই সময় দাপা বেপারী পাড়ার এক যুবক কে ও কুপিয়ে জখম করে ডাকাত শাহাজুল।স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃত ডাকাত শাহাজুলের পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত।তার বাবা শারজাহান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করে নিয়ন্ত্রন করছে ফতুল্লা- সিদ্ধিরগঞ্জের ইয়াবার বাজার।তার মা ফতুল্লা থানার ভোলাইলে দ্বিতীয় স্বামী আলমগীরকে নিয়ে নিয়ন্ত্রণ করছে বিসিক শিল্পনগরীর ইয়াবার বাজার।আর টেকনাফ থেকে তাদেরকে সর্ব প্রকার সহোযোগিতা করছে টেকনাফের তালিকাভুক্ত শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী ডাকাত শাহাজুলের বোন স্মৃতি ও বোন জামাই বাদল।
Leave a Reply