বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার যেসব সড়কে ছোট ছোট জানবাহনের জ্যাম লেগেই থাকতো, সে সমস্ত সড়কগুলোতে এখন নৌকা চলছে। কয়েক দিনের টানা বর্ষনে ফতুল্লার অলিগলিতে দিয়ে চলাচলে প্রধান বাহনের পরিনত হয়েছে নৌকা।
অপরিকল্পিত বসতি স্থাপন এবং শিল্পকারখানা নির্মাণের ফলে স্বাভাবিক ভাবে বৃষ্টির পানি নিস্কাশ হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।
সরেজমিন ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এবং মধ্য লালপুর ঘুরে দেখা গেছে, এসব এলাকার সড়কগুলোতে নৌকা চলছে। রিকশা,ইজিবাইক, হাটুি কিংবা কোমর পানিতে চলতে বাঁধাগ্রস্ত হওয়াতে বাধ্য হয়েই এসব এলাকায় নৌকা ব্যবহার করে চলাচল করছে স্থানীয়রা।
ভুক্তভোগীদের মতে, ফতুল্লার বিভিন্ন ডাইং কারখানার রং,কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে এসব এলাকা ডুবে যায়। ফলে স্বাভাবিক চলাচল ব্যবহত হচ্ছে। আর এ কারণেই বাধ্য হয়ে ঘরবিন্দ থাকতে হচ্ছে নয়তো নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
টানা বর্ষণে এই জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় কবে নাগাদ এই পানি নিষ্কাশন হবে এ নিয়ে চরম অনিশ্চয়তা দিন পার করছে ভুক্তভোগীরা।
Leave a Reply