নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লার স্টেশন এলাকায় মুখে গামছা বেধে (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯ টায় দাপা ইদ্রাকপুরের স্টেশন জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ধর্ষনের শিকার কিশোরীর মা সাহীনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।ধর্ষনের শিকার কিশোরী দাপা জোড়পুল এলাকায় রিংকু মিয়ার বাড়ীতে স্ব-পরিবারে ভাড়া থাকে বলে জানা যায়।

জানা যায়,ধর্ষনের শিকার কিশোরী ঘটনার রাতে বাড়ীর পাশের দোকানে তেল আনতে গেলে দাপা ব্যাংক কলোনী এলাকার মৃতঃ সামাদ মিয়ার পুত্র শান্ত ওরফে তোতলা শুভ(২৮),একই এলাকার মৃতঃনিজাম মিয়ার পুত্র শুভ(২৪)দাপা জোড়পুল এলাকার শাহিন উদ্দিনের পুত্র রাজন(২৮)কিশোরীকে জোরপূর্বক গামছা দিয়ে মুখ বেধে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে। এক পর্যায়ে ধর্ষনের শিকার কিশোরী আত্ন-রক্ষার্তে ডাক- চিৎকার করলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে পৌছালে ধর্ষনকারীরা পালিয়ে যায়।পরে পরিবারের লোকজন ধর্ষনের শিকার কিশোরীকে নিয়ে ঘটনার রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।স্থানীয়রা জানায় অভিযুক্তরা সকলেই মাদক সেবী এবং মাদক বিক্রতা।
ফতুল্লা মডেল থানায় অফিসার ইনর্চাজ (ওসি) , ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান আসামীদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশের একাধিক টিম চেষ্টা চালচ্ছে।
Leave a Reply