September 26, 2023, 5:59 am
নারায়ণগঞ্জের খবরঃ চাঁদাবাজী করতে গিয়ে পুলিশের জালে আটক হয়েছে ৫ ভূয়া সাংবাদিক। রোবাবার দুপুরে ফতুল্লার ভূইঁগড় রধুনাথপুর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বন্দরের আবু বকর সিদ্দিকীর ছেলে রুহুল আমীন(৪৮), ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্ধিক মিয়ার পুত্র শরীফ মোঃ সিদ্দিকী ওরুফে আপন(৪০), একই এলাকার আবদুল লতিফের পুত্র মোঃ বাবু সওদাগর(৪৫), পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের মৃত হায়দার খানের পুত্র সাইফুল ইসলাম(৩২) এবং বন্দর নবীগঞ্জের শাহ জালালের পুত্র ফয়সাল(৩২)। এদের মধ্যে রুহুল আমীনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে প্রবেশ করে নানা অভিযোগ এনে ভয়ভিতি দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়। এমন একটি অভিযোগ পেয়ে রোববার দুপুরে ফতুল্লার ভূইঁগড় রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫জনতক গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাপ্তাহিক দূর্নীতির রিপোর্ট নামক একটি অখ্যাত পত্রিকার আইডি কার্ডসহ বেশ কয়েটি মোবাইল ফোন জব্দ করা হয়।
Leave a Reply