নিজস্ব প্রতিবেদক: ফতুলার মাসদাইরে ছয় বছরের শিশু কন্যা কে ধর্ষন করেছে ৮০ বছরের এক বৃদ্ব।ঘটনাটি ঘটেছে ফতুলার পশ্চিম মাসদাইরের বেকারী মোড়ের জসীম ফকিরের ভাড়াটিয়া বাসায়।
এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষক চানঁ মিয়াকে গ্রেফতার করেছে বলে জানা যায়।গ্রেফতারকৃত ধর্ষক পশ্চিম মাসদাইর বেকারীর মোড়ের জসীম ফকিরের ভাড়াটিয়া ও চাদঁপুর জেলার দক্ষিণ মতলব থানার পূর্ব পুটিয়া গ্রামের মৃত জব্বার ব্যাপারীর পুত্র বলে জানা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার এস,আই মোদাসসের হোসেন জানায়,ধর্ষক চানঁ মিয়া ও ধর্ষিত শিশুটির পরিবার পশ্চিম মাসদাইর বেকারীর মোড়ের জসীম ফকিরের বাসায় ভাড়া থাকে।ধর্ষিত শিশুটি তার বাবা- মা এবং নানীর সাথে বাড়ীর দোতালায় এবং একই বাড়ীর নীচতলায় ভাড়া থাকে ধর্ষক চান মিয়া।শিশুটির বাবা- মা শিশুটিকে তার নানীর নিকট রেখে ধান কাটার জন্য গ্রামের বাড়ী লালমনিরহাটে যায়।কিন্তু লকডাউনের কবলে পরে তারা সেখানে আটকা পরে যায়।অপরদিকে ধর্ষক চানঁ মিয়া বাড়ীর নীচ তলায় একাই বসবাস করতো।
চলতি মাসের ১৯ তারিখ মঙ্গলবার সকালে শিশুটি বাড়ীর নীচে খেলতে নামলে চকলেট খাওয়ার জন্য দশ টাকা প্রদানের কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষন করে শিশুটিকে।পরবর্তীতে শিশুটি বাসায় এসে তার নানীকে জানালে তার নানী বিষয়টি বাড়ীওয়ালাকে জানায়।বাড়ীওয়ালা বিষয়টি মিমাংসার করার চেস্টা ও করে।কিন্তু মিমাংসার বিষয়টি শিশুটির নানীর মনপুতো না হওয়ায় আজ (১৯ মে)বৃহস্পতিবার দুপুরে শিশুটির নানী শিশুটিকে নিয়ে থানায় এসে ধর্ষনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে তিনি একমাত্র আসামী ধর্ষক চানঁ মিয়াকে সন্ধ্যায় মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
Leave a Reply