নারায়ণগঞ্জের খবর: ফতুল্লার পাগলায় মিঠনু ও ভিপি রাজিব বাহিনীর মাঝে সংগঠিত হয়েছে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় তৈরী ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এ সময় বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে এবং বাহিনী প্রধান ভিপি রাজিব সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। আশংকাজনবস্থায় ভিপি রাজিব কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে সোমাবার দুপুর দুইটায় ফতুল্লা থানার পাগলা জেলে পাড়া এলাকায়।
জানা যায়,দীর্ঘদিন ধরেই পাগলা জেলে পাড়া এলাকার মিথুন বাহিনীর সাথে ভিপি রাজিব বাহিনীর মাঝে দন্ধ চলে আসছিলো।২০১৬ সালের দিকে সন্ত্রাসী ভিপি রাজিব বাহিনী মিথুন বাহিনীর এক সদস্য কে কোপালে সে ঘটনায় কাউছার বাদী হয়ে ভিপি রাজিব বাহিনীর বিরুদ্বে মামলা দায়ের করে।এ ঘটনার পর দন্ধ আরো চরমে পৌছায়।মামলা তুলে নিতে প্রায় সময় ভিপি রাজিব বাদী কাউছারকে হুমকী দিতো।কিন্তু কাউছার মামলা তুলে নেয়নি।এ ঘটনাকে কেন্দ্র করেই আজ সোমবার দুপুরে উভয় গ্রুপের সন্ত্রাসীরা অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
একাধিক তথ্যের ভিত্তিতে জানা যায়,পাগলা জেলে পাড়ার চিন্থিত মাদক ব্যবসায়ী মিথুন ও কাউছার সহ অপর সন্ত্রাসীরা প্রথমে ভিপি রাজিবকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপায়। ঘটনার সংবাদ পেয়ে ভিপি রাজিব বাহিনীর সন্ত্রাসীরা ভিপি রাজিবকে বাচাঁতে এগিয়ে মিথুন বাহিনীকে ধাওয়া দেয়।এ সময় মিথুন বাহিনীর সন্ত্রাসীরা পিছু হটে গেলে ভিপি রাজিব বাহিনীর সন্ত্রাসীরা জেলে পাড়ায় হামলা চালিয়ে মিথুন সমর্থিত জেলেপাড়ার ৩০/৪০ টি বাড়ী- ঘর ভাংচুর করে।
আশংকাজনকবস্থায় ভিপি রাজিব কে উদ্বার করে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মারাত্নক আহত ভিপি রাজিব বর্তমানে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আাইসিকিউতে চিকিৎসাধীন রয়েছে বলে তার স্বজনরা জানায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই আশিস কুমার দাস জানান,তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন কিন্তু ঘটনার সাথে জড়িত কাউকে সেখানে সে পাননি বলে জানান।তিনি আরো বলেন বেশ কয়েকটি বাড়ী ভাংচুর করা হয়েছে বলে ও তিনি জানান।তিনি আরো বলেন ভিপি রাজিব কে ও নাকি কোপানো হয়েছে এবং ঢাকায় ভর্তি করা হয়েছে যা তিনি লোক মারফত জানতে পেরছেন।
Leave a Reply