September 23, 2023, 6:18 pm
নারায়নগঞ্জের খবরঃ জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে সাইদুল(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সাইদুল রহমান ফতুল্লার তক্কার মাঠ এলাকার আমির হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩ টায় জেলা গোয়েন্দা পুলিশ ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল সহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়,এস আই মিজানুর রহমান, এসআই সায়েম ও এসআই মাহফুজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাইদুল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার কাছে থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপার মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।
Leave a Reply