রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মানে ভাষার মাস। আর ভাষার মাস মানেই একুশে বইমেলা। আজ থেকে শুরু হলো একুশে বইমেলা ২০২৩। আবারো লেখক পাঠকের আগমনে ভরে উঠবে বইমেলা। নতুন বইয়ের গন্ধে ভরে উঠবে মন আর চোখ ধাঁধাবে দারুণসব প্রচ্ছদ।
এবারের মেলায় পাওয়া যাচ্ছে লেখক সাদ্দাম মোহাম্মদ এর উপন্যাস গ্রন্থ ‘যোজন যোজন’। বইটি পাঠকদের হৃদয় স্পর্শ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বইটি পাওয়া যাবে মেলার ২৩৫-২৩৬ নম্বর স্টলে।
দীর্ঘদিন ধরে লিখতে থাকা সাদ্দাম মোহাম্মদ ইতোমধ্যে প্রকাশ করেছেন পাঁচটি একক বই। যা দারুণভাবে স্পর্শ করেছে পাঠকদের হৃদয়। আগামীতে আরও এমন সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অবদান রাখবে।
Leave a Reply