রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
বন্দর প্রতিনিধিঃ ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যা বন্ধে মসজিদে ঈমাম ও মুসল্লীদের নিয়ে সচেতনতা মুলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৩জুলাই বাদ আছর বন্দর শাহী জামে মসজিদে নামাজ শেষে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ্ঈমাম ও মুসল্লীদের নিয়ে এ ছেলেধরা গুজব বিরোধী আলোচনা করেন।
আলোচনায় ওসি রফিকুল ইসলাম বলেন,ছেলে ধরার গুজব শুনলে পুলিশকে সংবাদ দিবেন। আপনারা আইন হাতে তুলে নিবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার,ইউটিউব নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ছেলে ধরা সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট দিলে বা শেয়ার করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ফৌজদারি অপরাধ। বন্দর থানা পুলিশ প্রতিটি মসজিদে রয়েছে। প্রতিটি সচেতন নাগরিক তথা জনপ্রতিনিধি,মসজিদের মুসল্লীদের গুজব বন্ধে সচেতনতা সৃষ্টি করার আহŸান জানান।
Leave a Reply