বন্দর প্রতিনিধিঃ বন্দরে এইচ টু এইচ ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব পাওয়ায় তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে বন্দর উপজেলাধীন সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের হলরুমে এ স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আসমা সুলতানা নাসরিন। প্রধাণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহম্মদ হালিম মজহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ। অনুষ্ঠান শেষে সম্মাননা গ্রহন করেন, ৮নং ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সেলিম, ৬নং মাদবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী সাইদুর রহমান প্রধাণ,৩৮নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ হারিছ উদ্দিন, ২৯নং বুরুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হাজী সুমন প্রধাণ, ৩নং চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদস্য মাহবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, এইচ টু এইচ ফাউন্ডেশনের সভাপতি রমিজ উদ্দিন বুলেট,সহ-সভাপতি হাজী সুমন মাতবর, হাজী মোঃ সুমন প্রধাণ,এনামুল হাসান, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক মোঃ হারিছ উদ্দিন, মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক, আবু সাঈদ সেলিম, প্রচার সম্পাদক হেদায়েত হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ, সমাজ কল্যান সম্পাদক শাহাদাৎ হোসেন, সদস্য আব্দুল বাতেন,মোতালিব,নুর মমিন, রফিক, মোঃসাইদুর রহমান,মোঃ মাহবুব, জামান কাজী, আসাদ,কুতুবউদ্দিন, সাদ্দাম হোসেন, সৈয়দ আহমেদ, নিজাম উদ্দিন, ইমরান হোসেন,মাকসুদ রহমান,মোঃ মাসুম, শাহীন মাহমুদ, প্রমূখ।
Leave a Reply