মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: বন্দর থানার বাড়পাড়া এলাকার বৃদ্ধা সামছুন্নাহার (৬০) এর মালিকাধীন ৪৫ শতাংশ জমি জোরপূবকভাবে ভোগদখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোঃ আব্দুল কাদির গং। এমনকি সামছুন্নাহার সহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে জীবন নাশের হুমকী প্রদান করছে মোঃ আব্দুল কাদির গং। এ ব্যাপারে গত ১১ মে সামছুন্নাহার বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ্য যে, বন্দর থানার পিচকামতাল এলাকার মৃত মোঃ আলীর ছেলে ভূমিদস্যু আব্দুল কাদির ডিলার(৬০) তার ছেলে মনির( ৪০), মিলন(৩৫), একই এলাকার জজ মিয়া ও মাজহারুল গত ২৮-৫-১৫ সালে প্রথম দফায় জমি দখল করার জন্য সামছুন্নাহার সহ তার পরিবারের উপর হামলা চালায় এবং একাধিক সদস্যকে আহত করে। ফের গত ১১ মে ঐ সকল ভূমিদস্যুরা পুনরায় হামলা করে। এতে সামছুন্নাহার সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। এতে রক্তাক্ত জখম হয় সামছুন্নাহার। ভূমিদস্যু মোঃ আব্দুল কাদিরের বিরুদ্ধেে যেন অন্ত নেই। অভিযোগে আরো জানা যায়, গত ২৫ মাচ একই এলাকার মোঃ মনির হোসেন(৪৫) এর ৩০ সতাংশ জমি দখল করার জন্য ভূমিদস্যু মোঃ আব্দুল কাদির, আল আমীন, আলীনুর, মনির, মিলন ও আজহারুল হামলা চালায়। এতে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হয় মনির মিয়ার স্ত্রী সহ তার ছেলে সহিদুল। পরবতীতে এ ব্যাপারে মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় উল্লেখিত ভূমিদস্যুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কমকতার সাথেে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোঃ আব্দুল কাদিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসার জন্য নিদেশ দেয়া হয়েছে।
Leave a Reply