December 9, 2023, 11:23 am
বন্দর প্রতিনিধি: শহরের স্কুল ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গনধর্ষনের মামলায় লম্পট প্রেমিক মোমিনসহ তার ২ বন্ধু বিজ্ঞ আদালতে স্বিকাররোক্তি জবানবন্ধী প্রদান করেছে। গত ৬ জুন (শনিবার) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নারায়ণগঞ্জ এর বিজ্ঞ বিচারক কাউছার আলমের আদালতে এ আটককৃত তিন জন এ স্বিকাররোক্তি জবানবন্ধী প্রদান করে। এর পূর্বে গত ৫ জুন (শুক্রবার) সকালে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যার মামলা নং- ২(৬)২০। ধারা- ৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।
রিমান্ড প্রাপ্ত আসামীরা হলো, বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের চিতাশাল এরাকার মনির মিয়ার ছেলে লম্পট মোমিন (২১) একই এলাকার জাকির হাসান মিয়ার ছেলে রনী হাসান (২৪) ও একই এলাকার মৃত বশির মিয়ার ছেলে আমিন (২২)।
এ ব্যাপারে গনধর্ষন মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী ইনর্চাজ তসলিম উদ্দিন গন মাধ্যমকে জানায়,আটককৃত প্রেমিক মোমিনসহ তার দুই বন্ধুকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছি। তারা আদালতে স্বিকারউক্তি জবানবন্ধী প্রদান করেছে। তারা আমাদের কাছে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। এই মামলার আরো আসামী রয়েছে। তাদের দেওয়া তথ্যে উপর ভিত্তি করে পালিয়ে থাকা অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, শহরের একটি স্কুলের ১০ শ্রেণীর এক ছাত্রীর সাথে বন্দর চিতাশাল এলাকার মনির মিয়ার ছেলে লম্পট মোমিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর ধারাবাহিকতায় গত ৩ জুন বুধবার সন্ধ্যায় লম্পট মোমিন তার প্রেমিকা স্কুলছাত্রীকে দেখা করার জন্য মোবাইল ফোনে ডেকে আনে। পরে লম্পট প্রেমিক মোমিনসহ তার দুই বন্ধু ওই দিন রাতে উল্লেখিত স্কুলছাত্রীকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের ফাঁকা বাড়িতে নিয়ে স্কুলছাত্রী ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধৃত ৩ নরপশুসহ ৫ নরপশু পালাক্রমে গনধর্ষন করে পালিয়ে যায়।
Leave a Reply