September 23, 2023, 5:56 pm
বন্দর প্রতিনিধি: বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে শাহাবুদ্দিন চাঁনাচুর কারখানায় অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহত হওয়ার কোন সংবাদ না পাওয়া গেলেও এ ঘটনায় কমপক্ষে ৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ গনমাধ্যমের কাছে দাবি করেছে।
১০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে কমপক্ষে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গনমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার সকালে বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও এলাকায় শাহাবুদ্দিন মিয়া চাঁনাচুর কারখানার বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরলে এলাকাবাসী আমাদেরকে সংবাদ দেয়। পরে আমাদের বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের স্থল থেকে আমাদের দমকল কর্মীরা প্রায় ২০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
Leave a Reply