November 30, 2023, 11:44 pm
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে পশ্চিম স্বল্পেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র মোঃ আলিফ নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার ২৩জুলাই দুপুরে ২৩নং ওয়ার্ডস্থ বন্দর কবরস্থান রোড এলাকার নিজ বাড়ী থেকে বের হলে শিশুটি আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে শিশুটির পিতা মোঃ সেলিম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরি এন্ট্রি করেন। যার নং-১০৪২।
জিডিতে উল্লেখ করা হয়,বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার মোঃ সেলিম মিয়ার স্কুল পড়–য়া(স্বল্পেরচক স.প্রা.বি) ছেলে আলিফ গত মঙ্গলবার দুপুর ২টায় বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন হদিস পাওয়ায় নিখোজের পিতা বুধবার বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।
Leave a Reply