বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়নগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে স্কুলের মিলনায়তনে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষনের প্রতিযোগিতা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, উনসত্তুরের ছাত্র আন্দোলনের নেতা এবং বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
বক্তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের গুরুত্ব তুলে ধরে বলেন , বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ঘোষনা অনুযায়ী আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্থনৈতিক মুক্তি এখনো অর্জন হয়নি। আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রগতির জন্য কাজ করতে হবে।অনুষ্ঠানের শুরুতেই বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
Leave a Reply