November 30, 2023, 8:05 am
নারায়ণগঞ্জের খবরঃ আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সবার সহযোগীতা চেয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা ও যানজট নিরসেন সম্ভব নয়। ১৯ মে রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ি নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, স্বর্ণ ব্যবসায়ী বা দোকান মালিক সমিতির লোকজন টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা পাবেন। পুলিশকে অবহিত করলে পুলিশ মানি স্কট করে নির্ধারিত স্থানে পৌছে দিবে। অনেক সময় বিকাশ এজেন্টের টাকা-পয়সা গুলি করে আহত করে টাকা ছিনতাই করে থাকে দুর্বৃত্তরা।
এ ক্ষেত্রে পুলিশ বিকাশ এজেন্টসহ ব্যাংকের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেন। স্বর্ণ দোকান মালিক-সমিতি সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীদের সন্ধার পর তাদের নিজস্ব সিকিউরিটি রাখার পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এহছানুল হক নিপু, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পিকআপ মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, মতিউল্লা মিন্টু, ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।
Leave a Reply