November 30, 2023, 8:39 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা মডেল থানা পুলিশ বুধবার রাতে ভুইঁঘর এলাকায় অভিযান চালিয়ে ১৫৯ পিছ ইয়াবা ট্যাবলেট সহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো: শাওন(৩২), মাসুম(৩৫), সুমন(২৮), মামুন(২০) ও আমিন(৪০)।
থানা সূত্র জানায়, এসআই মিজান ও এএসআই তারেক আজিজ গোপন সংবাদের ভিত্তিতে ভূইঁঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ভূইঁঘর এলাকার রাব্বানীর পুত্র মো: শাওন(৩২), দেলপাড়া এলাকার শাহজাহানের পুত্র মাসুম মাসুম(৩৫), ফরহাদের পুত্র সুমন(২৮), আতাহার কাজীর পুত্র মামুন(২০) ও মাহমুদপুর এলাকার নূর মোহাম্মদের পুত্র আমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply