বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

মসজিদ কমিটির সাধারন সম্পাদকে লাঞ্ছিত করলেন আলাউদ্দিন হাওলাদার

নারায়ণগঞ্জের খবর: নিউজ শেয়ার করায় মসজিদ কমিটির সাধারন সম্পাদক কে মারধর করার অভিযোগ উঠেছে কুতুবপুরের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য বহুল সমালোচিত আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পাগলা মুসলিমপাড়া এলাকার আফসার জামে মসজিদের সামনে।

ঘটনার শিকার মুসলিম পাড়াস্থ আফসার করিম জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী হায়দার আলী জানান,গত কয়েকদিন পূর্বে একটি অনলাইন পোর্টালে আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্বে সংবাদ প্রকাশিত হয়। তিনি সেই প্রকাশিত সংবাদটি নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে করে আলাউদ্দিন হাওলাদার ৫/৬ দিন পূর্বে তাকে নিউজটি শেয়ার করার কারন জিজ্ঞেস সহ হুমকীমূলক কথাবার্তা বলেন। আলাউদ্দিন হাওলাদারের আচরন তার নিকট উশৃংখল মনে হলে সে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে চলে আসেন।

বৃহস্পতিবার বিকেলে আফসার করিম জামে মসজিদ থেকে আছর নামাজ পরে বের হওয়া মাত্র আলাউদ্দিন হাওলাদার তার সাথে থাকা ২/৩ সঙ্গীকে নিয়ে তার উপর হামলা চালিয়ে তাকে মারধর করতে থাকে।এ সময় মসজিদ থেকে বের হওয়া মুসুল্লি এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে বলে তিনি জানান।

অপরদিকে এ বিষয়ে আলাউদ্দিন হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন হায়দার আলীর নিকট থেকে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। তবে বিশ্বস্ত একটি সুত্রের দাবী,টাকা পয়সা লেনদেন নয় নিউজ শেয়ার করায় আলাউদ্দিন হাওলাদার মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী হায়দার আলী কে মারধর করেছে।

স্থানীয় বাসীর মতে, প্রতিনিয়ত বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে ফতুল্লার কুতুবপুরে সব সময় আলোচনা- সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকে ছাগল চুরির ঘটনার আলোচিত ব্যাক্তি কুতুবপুর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার।

উল্লেখ্য যে আলাউদ্দিন হাওলাদার কুতুবপুর ইউনিয়নের ৪,৫এবং৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।স্থানীয়বাসী জানায় আলাউদ্দিন হাওলাদার এক সময় জুয়াড়ি আলাউদ্দিন নামে সর্ব মহলে পরিচিত ছিলো। ইউপি সদস্য নির্বাচিত হবার হলে তাকে জুয়াড়ি আলাউদ্দিন থেকে মেম্বার আলাউদ্দিন হিসেবে পরিচিতি লাভ করে।

স্থানীয় একাধিক সূত্র মতে, সরকার দলীয় নেতা ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য স্ব-শিক্ষিত আলাউদ্দিন হাওলাদার সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন।আর তা না হলে কেনো তিনি সমাজ বিরোধী নানা কর্মকান্ডের জন্ম দিয়ে বা নিজেকে জড়িয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরনিত হবেন।তার ছেলে তপনের বিরুদ্বে ও রয়েছে চাঁদাবাজী,জুয়া, মাদক কারবার সহ সমাজ বিরোধী নানা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িতের অভিযোগ।

সূত্র মতে,সব সময় আলোচনা – সমালোচনা থাকা স্ব- শিক্ষিত আলাউদ্দিন হাওলাদার কখনো বা আলোচনায় এসেছেন মাদকের বিশাল চালান সহ মাদক ব্যবসায়ী কে পুলিশের হাত থেকে ছাড়িয়ে,কখোনা বা আলোচনায় এসেছেন সাংবাদিক কে গালমন্দ সহ হত্যা করার হুমকী দিয়ে,কখনো বা আলোচনায় এসেছেন সংখ্যালঘু পরিবাররের বসত ভীটা দখল করার চেস্টার অভিযোগে,কখনো বা আলোচনায় এসেছেন ছাগল চোর আখ্যায়িত করে নিজ কার্যালয়ে দুই যুবক কে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার মধ্যো দিয়ে এ রকম ঘটনার জন্ম দিয়ে সে বরাবরই ছিলেন আলোচনা- সমালোচনায়।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD