October 3, 2023, 11:24 pm
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অনুরোধে আসন্ন লাঙ্গলবন্দ স্নাননোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। এ সময় জেলা পুলিশের উর্ধতন অন্যান্য কর্মকর্তারা সহ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পিন্টু বেপারী, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন সহ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার ১০ এপ্রিল বিকেল ৫টায় জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ মহাতীর্থ স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এদিকে সংসদ সদস্য সেলিম ওসমানের সেখানে যাওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারনে তিনি যেতে পারেননি।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার জানান, মঙ্গলবার এসপি অফিসে আলোচনা সভা শেষে সংসদ সদস্য এসপিকে উৎসব আয়োজনের সার্বিক ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করার অনুরোধ রেখে ছিলেন। যার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে লাঙ্গলবন্দ স্নান উৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন। সংসদ সদস্য মহোদয়ের আসার কথা থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারনে তিনি আসতে পারেননি বলে জানতে পেরেছি। জেলা পুলিশ সুপারের সরেজমিনে পরিদর্শন উৎসবের নিছিদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরাও উৎসাহিত হবে।
তিনি আরো জানান, এসপি হারুন অর রশিদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে রাজঘাট, গান্ধিঘাট, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম পরিদর্শন করে দেখেন।
Leave a Reply