বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছে। ফলে আগামীতে এই উপজেলা সহ সকল উপজেলা চেয়ারম্যানদের যে কোন উন্নয়ন কাজে তাদের পাশে থাকবে জেলা পরিষদ।
রোববার (৭ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সোনাখালিতে ৫০ লাখ টাকার রাস্তা উদ্বোধন পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
আনোয়ার হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫টি উপজেলার মানুষের দুয়ারে দুয়ারে অবকাঠামো পৌঁছিয়ে দিচ্ছি। ৫০লাখ টাকার উন্নয়ন রাস্তা কাজের উদ্বোধন করা হলো। ফলে এই রাস্তা জেলা পরিষদের মাধ্যমে হওয়ায় এলাকার জনগণ জেলা পরিষদের উন্নয়নের কর্মকান্ডে খুশী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অসুস্থ বিছানা থেকে মানুষের কল্যাণের কাজের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। নেত্রীর নিদের্শনা হলো, দলের সাথে মানুষের সেবা ও উন্নয়নে পাশে থাকতে হবে। সেই সূত্র ধরে মানুষদের সেবা দিয়ে আমি রাব্বুল আলামিনকে খুশি করে যাচ্ছি। জনগণকে খুশি করাতে পারলে আগামী দিনে আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।
সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ রহমান বাবু, জেলা পরিষদের উপ প্রকৌশলী ওয়ালী উল্লাহ ও সোনারগাঁ উপজেলার যুবলীগের সভাপতি মোঃ নান্নু প্রমুখ।
Leave a Reply