বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দরিদ্র অসহায় মানুষ। যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। ঘরের বাইরে বের হবার কারণে একদিকে তারা যেমন করোনা ভাইরাস বহনের ঝুঁকিতে রয়েছেন ঠিক তেমনি পরিবার নিয়ে রয়েছেন খাবারের সংকটে। এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মামুদপুর ইয়ুথ সোসাইটি। বুধবার দুপুরে ফতুল্লার কুতুবপুর ১ নং ওয়ার্ডের মামুদপুর সাধুমাদবর এলাকায় সংগঠনের পক্ষ থেকে ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মেম্বার জি.এম. আমিন হোসেন সাগর। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, পুলিশ কর্মকর্তা মো: নূরুজ্জামান, ব্যাংকার মো: জামাল উদ্দিন, ব্যবসায়ী রাজা মিয়া, সাংবাদিক আবুল হাসান, মামুদপুর ইয়ুথ সোসাইটির উপদেষ্টা কে এম সামসুজ্জামান বুলু, সভাপতি ওমর আলী মিঠু, সেক্রেটারী আনোয়ার আজিম, অর্থ সম্পাদক ওমর ফারুকসহ অনেকে।
প্রতি পরিবারকে দেয়া হয়েছে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আটা, আধা কেজি লবন, একটি সাবানসহ ৯টি সামগ্রী। দুই শত পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। দেশের এ দুর্দিনে নিজেদেরকে সর্তক এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে সকলকে আহ্বান জানান বক্তারা। এর আগে কর্মহীন হয়ে পড়া ১৬০ পরিবারকে ‘ খাদ্য সামগ্রী দেয় ফতুল্লার কতুবপুর ইউনিয়নের মাহমুদপুর সোনালী সংসদ।
Leave a Reply