May 30, 2023, 10:15 am
নারায়ণগঞ্জের খবরঃ সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে পাগলা ইসলামীয়া বৌ-বাজার ক্ষুদ্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মীর হোসেন মীরুর পক্ষে গনসংযোগ করলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ।
রোববার সকাল ১১ টায় শাহীবাজার বৌ বাজার এলাকায় বাঘ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেছেন চৌদ্দ পঞ্চয়েত কমিটির সভাপতি মোজাফ্ফর সিং, ইসলামীয়া বাজার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন, বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোঃ লাল মিয়া শেখ, ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক, ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিটন হাওলাদার, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) ফতুল্লা থানা কমিটির সাধারন সম্পাদক খবির উদ্দিন (খবির), কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা দীন ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।
এসময় মোজাফ্ফর সিং বলেন, পাগলা ইসলামীয়া বৌ-বাজার ক্ষুদ্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে মীর হোসেন মীরু নির্বাচিত হলে সর্বাধুনিক ব্যবসায়ীক সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন হবে। মীর ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করেছে এবার নির্বাচিত হলে সমিতির আরো উন্নয়ন হবে বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, এছাড়াও মীর হোসেন মীরু কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক, তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতন, চাঁদাবাজিসহ নানা প্রতিবন্ধকতা শক্তহাতে দমন করেন।এসময়ে তিনি বাঘ মার্কায় ভোট দিয়ে মীর হোসেন মীরুকে নির্বাচিত করার অনুরোধ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, মীরুকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কিংবা মীরুর পক্ষে যাতে কেউ কাজ করতে না পারে এ জন্য এলাকার কিছু সন্ত্রাসী অপ-প্রচারসহ নির্বাচনী গণসংযোগে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
Leave a Reply