রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর খাদ্যসামগ্রী পেলেন ফতুল্লা পোস্ট অফিসের শতাধিক পরিবার। শনিবার গভীর রাতে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়া এসব মানুষের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
স্থানীয়রা জানায়, র্যাব-১১ সদস্যরা ছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর থেকে পোস্ট অফিস এলাকার বাসিন্দাদের মাঝে এর আগে জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের নেতা কোন ধরনের সহযোগী নিয়ে পাশে দাঁড়ায়নি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ব্যক্তিগত উপহার পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসের শুরু থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি মোহাম্মদ আলী। তার নিদের্শ এ ফতুল্লার বিভিন্ন এলাকার পৌছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
উল্লেখ্য, গত মাসে র্যাব-১১ উপ পরিচালক আলেপ উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে পোস্ট অফিসের কর্মহীন মানুষের ঘরে ঘরে এসে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।
Leave a Reply