বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার আরএফএল ফ্যাক্টরির ফার্ণিচার লেকার বিভাগে গতকাল ২৫ নভেম্বর বুধবার দুপুর সাড়ে বারোটায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা একঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
আরএফএল ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা তন্ময় সাহা জানান, আগুনে ফার্ণিচার তৈরির মেশিন, কাচাঁমাল ও তৈরিকৃত আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভস্মীভ‚ত হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। রূপগঞ্জ থানা পুলিশ ও আরএফএল ফ্যাক্টরির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply