March 29, 2024, 2:41 pm

রূপগঞ্জের রূপসীতে ছালিমাটি অপসারণের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলার রূপসীতে ছালিমাটিতে পড়ে হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মো: আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে উপজেলার কয়েকটি স্কুলে শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা । বৃহস্পতিবার সকালে তারাব পৌরসভার রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজন করে হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়। মানববন্ধনে অংশ নেয় শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবি গুলোর মধ্যে রয়েছে অসতকর্তা ও অজ্ঞতার জন্য দূর্ঘটনার সকল দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকরতে হবে। বিদ্যালয়গামী শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের ঝুকি নিরসন করতে হবে। অন্যথায় ঝুঁকিপূর্ণ বর্জ্যগুলো লোকালয় থেকে অন্য কোথাও স্থানান্তর করতে হবে। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ইসরাত জাহান ঈশিকা, ৭ম শ্রেণীর ছাত্রী ঈশিকা, ৮ম শ্রেণীর ছাত্র নাম সংগ্রাম। তারা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় দোষিদের বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রগন করেন রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীভানু আক্তার, হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ তাজউদ্দীন আহমেদ, গন্ধর্বপুর স্কুলের সহকারী শিক্ষক শিহাবুর রহমান ,আ: সোবহান, হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক, নিরব হোসেন, হাফিজুর রহমান, সোনিয়া, মিলি, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোঃ ফরহাদ ভুইয়া, নিহতের পিতা বাবুল মোল্লা।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD