বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জে করোনা সঙ্কটময় পরিস্থিতিতে প্রতিবন্ধী ও কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও আওয়ামী লীগ নেতা আনছার আলী। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া, বেইলারটেক, বাগবের এলাকার প্রায় ৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, আ’লীগ নেতা মোহন মিয়া, নবী হোসেন।
আওয়ামী লীগ নেতা আনছার আলী বলেন, দেশের এ ক্রান্তিকালে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীরের নির্দেশনায় আমার নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী কর্মসূচী পালন করে আসছেন। করোনা পরিস্থিতির তথা রূপগঞ্জে লগডাউন শুরু থেকে রূপগঞ্জের অসহায় কর্মহীন মানুষের কষ্টের কথা চিন্তা করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে প্রথম দফায় ত্রান সামগ্রী বিতরন করা হয়। রমজানের শুরু থেকে দ্বিতীয় দফায় ৫ হাজার হাজার পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন এবং প্রতিবন্ধিদের মধ্যে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করা হয়। দেশের এ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত রূপগঞ্জে অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকবেন ও ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
Leave a Reply