বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ মাদক কারবারির আস্তানায় অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক কারবারিদের হাতে পুলিশসদস্য লাঞ্চিত হয়েছে বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশের সহযোগীতা নিয়ে ঐ মাদক কারবারিকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট। গত বুধবার গভীর রাতে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাজমুলের (২৪) বাড়ি তারাব পৌরসভার পবনকুল এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাব-বিশ্বরোডসহ আশপাশের এলাকায় নাজমুলসহ তার লোকজন ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। বুধবার রাত ১১টার দিকে তারাব-বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ থানার এএসআই জহিরুলসহ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এসময় পুলিশের কাছে সংবাদ আসে নাজমুল প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এসময় নাজমুলসহ তার লোকজন পুলিশকে লাঞ্চিত করে। পরে অতিরিক্ত পুলিশের সহযোগীতায় পুলিশ ধাওয়া দিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাজমুলকে গ্রেফতার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply