December 9, 2023, 11:14 am
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে জামান মিয়া (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ভোরে ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় থেকে রূপগঞ্জ থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। জামান মিয়া ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার মজিবুল্লাহর ছেলে।
নিহতের পারিবার ও পুলিশ জানায়, পারিবারিক অভাব অনটনের কারণে নিহত জামানের স্ত্রী তার ছয় বছরের ছেলে সন্তানকে নিয়ে বাপের বাড়ি পাড়াগাঁও চলে যায়। এ কষ্ট সইতে না পেরে মঙ্গলবার ভোরে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার স্বজনেরা। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply