শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুল্ক ফাঁকি ও পন্যে মূল্য তালিকা না থাকার অভিযোগে ৪ দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ’লতা গাউছিয়া মার্কেটে কসমেটিকস দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই অনুমোদনহীন ও পন্যের গায়ে মুল্য না থাকায় নাফিস কসমেটিকস ২৫ হাজার, শরিফ কসমেটিকম ২৫ হাজার, বিসমিল্লাহ কসমেটিকস ৫ হাজার, মারিয়া কসমেটিকস ১৫ হাজার, টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএসটিআইএর ফিল্ড অফিসার মাকসুদা রুনা ও ভুলতা ফাড়ি পুলিশের একটি বিশেষ দল। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply