শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: রূপগঞ্জে সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণের নামে অসহায়, দুস্থ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী (কাজীপাড়া) এলাকায় থেকে কামাল হোসেন মাইজভান্ডারী নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ত্রাণের ভুয়া তালিকার বই, নগদ টাকা উদ্ধার করা হয়। কামাল হোসেন রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি ভাড়া বাড়িতে থাকে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে কামাল হোসেন নিজেকে কখনও সেনাবাহিনীর সদস্য, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকায় ও দক্ষিন রূপসী এলাকার অসহায় মানুষদের ত্রাণ দেওয়া হবে বলে পরিচয় পত্রের ফটোকপি ও নগদ ১০০ টাকা নিচ্ছিল। বৃহস্পতিবার বিকালে সে পরিচয় পত্রের ফটোকপি ও টাকা করে নিতে আসলে এলাকাবাসী তাকে আটকে স্থানীয় কাউন্সিলর হামিদুল্যাহকে অবহিত করে। কাউন্সিলর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে বিষষটি জানালে তিনি রূপগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে থানায় সোপর্দ করে। ওসি মাহমুদুল হাসান বলেন, প্রতারকে উপজেলা প্রশাসন থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply