বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১। সোমবার (১৬ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
আটকরা হলেন- সাজ্জাদ হোসেন (২২) ও আনোয়ার হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিনিয়র এএসপি জসিম উদ্দিন জানায়, চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি চালকদের ভয়ভীতি দেখিয়ে সিএনজি প্রতি দৈনিক ৫০-৬০ টাকা এবং মাসিক সিএনজি প্রতি ৪০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করতো। রোববার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Leave a Reply