মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দুই দফায় তার জানাজা হয়।
এমাজউদ্দীন আহমদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন বলেছেন, ‘বাবা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে বমি করছিলেন। একাধিকবার বমি করায় আমরা দ্রুত তাকে ল্যাবএইড হসপিটালে নিয়ে যাই। শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বাবা ইন্তেকাল করেন।’
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রায় আড়াই দশক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।
Leave a Reply