রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা থানা স্বেচ্চাসেবক লীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেছেন, আমার নেতা সাংসদ শামীম ওসমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কখনো আশ্রয় প্রশ্রয় দেয়না আর কখনো দিবেও না। সুতরাং তার নির্বাচনী এই এলাকায় কোন মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ থাকতে পারবে না এবং থাকতে দিবনা।
বুধবার (২৫ ডিসেম্বর) বাদ মাগরিব ফতুল্লা রেল স্টেশন এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। লিটন বলেন, যদি কেউ শামীম ভাই বা দলের নাম ব্যবহার করে মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজি সহ কোন ধরনের অপকর্ম করে তবে আমাদের জানাবেন। আমরা তাদের ধরে আইনের হাতে তুলে দেব।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতার স্বপক্ষের একটি জনপ্রিয় দল। যেকারণে আমদের দলে বিএনপি-জামাত সহ বিভিন্ন দল থেকে সুবিধা ভোগের জন্য কিংবা দেশের অর্জিত স্বাধীনতা বিপন্ন করার লক্ষ নিয়ে কাউরা ভীড় করতে পারে। সুতরাং এসব কাউরা যাতে আমাদের দলে ভীড়তে না পারে, সে ব্যপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বৃহত্তর ফতুল্লা ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, আওয়ামী লীগ নেতা সালু চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক শ্রী মিন্টু পাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরফান মাহমুদ বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, যুবলীগ নেতা এস এম আমান উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন, রাজু ও রাশেদুল প্রমূখ।
Leave a Reply