বন্দর প্রতিনিধিঃ বন্দরে নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় নৌকা থেকে পড়ে গার্মেন্টস শ্রমিক সাদ্দাম(২৪) নিখোঁজ হওয়ার ৩দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে সদরের হাজিগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর নৌ-ফাঁড়ি পুলিশ। নিহত সাদ্দাম তার রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকার মৃত মোসলেহ উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার কদমরসুল হাউসিং এর মামুন মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন।
উল্লেখ্য,গত ১৮ই জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি নৌকা নদীর পশ্চিমপাড় নবীগঞ্জ খেয়াঘাট থেকে হাজীগঞ্জ খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকার অধিকাংশ যাত্রী ছিলেন গামেন্টস ও হোসিয়ারি শ্রমিক। মাঝ নদীতে যাওয়ার পর প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকাটি হেলে দুলে উঠে। এতে নৌকার মাঝি কালুন ও গার্মেন্টস শ্রমিক সাদ্দামসহ তিন জন নদীতে পড়ে যান। মাঝিসহ এক যাত্রী নৌকা উঠলেও নিখোঁজ হন সাদ্দাম। নিখোঁজ সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমীন আক্তার নৌকায় সাদ্দামের টিফিন ক্যারিয়ার ও স্যান্ডেল দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এবং তিনি জানান,সাদ্দাম সাতার কাঁটতে জানতেন না।
Leave a Reply