June 9, 2023, 5:13 am
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটের ঘটনায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও বহু অপকর্মের হোতা ডাকাত জাকিরের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতে জামিন চাইতে গেলে জাকিরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দাপা এলাকার ব্যবসায়ী তৌফিক সরকারের তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নতুন বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এসময় মিস্ত্রিরা কাজ করার সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য এবং সন্ত্রাসী ডাকাত জাকির এসে মিস্ত্রীদের অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।
এসময় ব্যবসায়ী তৌফিক সরকার এসে এর প্রতিবাদ জানালে জাকিরের নেতৃত্বে প্রান্ত, ইমন সহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তৌফিককে রক্তাক্ত জখম করে। এসময় জাকির বাহিনী ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৫লাখ ৩০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত তৌফিক সরকারের ভাই নাবিল আরাফাত বাদী হয়ে জাকির বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সদস্য জাকিরের বিরুদ্ধে, অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
Leave a Reply