রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার বলেছেন,আমি সব সময় বিশ^াস করি ভাল কাজ করলে ভাল ফল পাওয়া যায়। ভোট দেয়া আপনার অধিকার। আপনাকে বিবেক দিয়ে বিচার করতে হবে আপনি কাকে ভোট দিবেন। মানুষ এখন অনেক সচেতন। কার দ্বারা সমাজে সুশাষন ও উন্নয়ণ প্রতিষ্ঠিত হবে মানুষ জানে। মানুষ এখন যোগ্য ব্যাক্তি সনাক্ত করতে জানে। তারা যোগ্য নির্ধারককেই উপজেলা প্রতিনিধি বানাবে। সমাজ বির্নিমানে যোগ্য প্রার্থীকেই আপনারা নির্বাচিত করবেন।
সোমবার বিকেলে বন্দর ইউনিয়নস্থ বাড়ৈখালী চন্ডিমার্কেট এলাকার বালুর মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,কাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একজন আইনজীবী। পাশাপাশি একজন উপজেলা ভাইস চেয়ারম্যান। জনপ্রতিনিধি হয়েছি নারীর ন্যায্য অধিকার ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে। উপজেলা নির্বাচন সন্নিকটে। আপনারা ভেবে চিন্তে সঠিক লোককেই নির্বাচিত করবেন। আপনার একটি ভুল সিদ্ধান্তে যেন উপজেলার উন্নয়ণ ৫বছর পিছিয়ে না যায়। মনে রাখবেন আপনার ঘরে একটি শিক্ষিত মা থাকলে পুরো পরিবারই শিক্ষিত হয়ে গড়ে উঠবে।
স্থানীয় সমাজ সেবক পলাশ আহাম্মেদের পরিচালনায় ও আশরাফ আলী মুহুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোসাম্মৎ বিউটি,সামছু বেপারী,হাজী বাচ্চু মিয়া,মোকশেদ,আক্তার প্রধাণ,মনির হোসেন,কামাল মিয়া,বাবুল মিয়া,মোস্তফা মিয়া,মমতাজ বেগম,কবির হোসেন,শাহাবুদ্দিন,আলমগীর প্রমূখ।
Leave a Reply