স্টাফরিপোর্টার:
ফতুল্লার সস্তাপুর এলাকায় নবনির্মিত খাজা হযরত আলী জামে মসজিদের দুতলা ভবনে ৫টি সিলিং ফ্যান দান করেছে সুলতান আহাম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা মসজিদে এসে ইমাম ও মোয়াজ্জেমের হাতে ফ্যান গুলো হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আলামিন প্রধান, আনোয়ার হোসেন, খাদেম আসলাম মিয়া, মাওলানা উজিউল্লাহ, মাওলানা আব্দুর রহিম, হাফেজ আহাদ আলী, ফিরোজ মিয়া প্রমুখ।
ফেরদৌসী আক্তার রেহানা বলেন, আমার দীর্ঘদিনের সপ্ন একটি বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, তৈরি করারর। এজন্য চেস্টাও করেছি। আল্লাহ আমার আশা পুরন করেছে। সৃজন হাউজিং এর কাছ থেকে জমি কিনেছি ১ বছর আগে। সম্প্রতি জমিটি বুজে পেয়েছি।
Leave a Reply