মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর ডিসি কর্তৃক নির্যাতন ও রাতের আঁধারে মোবাইল কোর্ট বসিয়ে দন্ড প্রদানের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের নামে বিভিন্ন মামলা হামলা বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার গতকাল বেলা সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে সংস্থার জেলা শাখার আহ্বায়ক সংবাদ ও মানবাধিকার কর্মী এম আর হায়দার রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ দীল মোহাম্মদ দীলু, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক বিজয় সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রহিম ও নিয়াজ মোঃ মাসুম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিউল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের পক্ষে অর্থ সম্পাদ শফিউল আলম রেজা, এনএএন টিভির চীফ রিপোর্টার পারভেজ শরীফ, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শাহ আলম তালুকদার, দৈনিক রুদ্র কন্ঠের নির্বাহী সম্পাদক এইচএম সেকান্দার আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক বিজয়ের নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, দৈনিক পথের সময় সম্পাদক তৌকির আহমেদ রাসেল, দৈনিক সবার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান খোকন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ আকতার হোসেন ও সাধারন সম্পাদক ইকবাল শেখ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মহানগরের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফটোসাংবাদিক শেখ মহিউদ্দিন খোকন, দৈনিক সচেতনের সিনিয়র রিপোর্টার সেলিম খন্দকার খোকন, ভয়েজ অব নারায়ণগঞ্জ টোয়েন্টি ফোর ডট কম সম্পাদক সেলিম আহমেদ ডালিম, বন্দর থানা প্রেস ক্লাবের পক্ষে কামরুন্নাহার তিশা, দৈনিক বিজনেজ ফাইলের সহ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নয়ন, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মোঃ নুর আলম আকন্দ প্রমুখ।
বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম ডিসি সহ তিন সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যাকান্ডের চার্জশীট দ্রুত আদালতে দাখিলের দাবী জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংহতি প্রকাশ করেন আরো উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডল, সিনিয়র ফটো সাংবাদিক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জের খবর ২৪ ডটকমের সেলিম হোসেন, মানবাধিকার কর্মী শাহ আলম ভূঁইয়া, দৈনিক নীর বাংলার প্রধান সহকারী সম্পাদক রাকিবুল হাসান, ফটো সাংবাদিক শাকির বাপ্পি, সাংবাদিক শেখ আরিফ, মোঃ ইলিয়াছ, এনএএন টিভির রিপোর্টার মোঃ সোহেল ইসলাম, দৈনিক অগ্রবানী প্রতিদিনের ফটোসাংবাদিক খাদিজা আক্তার ভাবনা, ফটোসাংবাদিক সোনালী, ইউটিউব চ্যানেল আলোর ধারার ক্যামেরা পারসন মোঃ মনির, চ্যানেল জিরোর আকরাম সহ নারায়ণগঞ্জের বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়া, জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকা, অন লাইন মিডিয়ার প্রতিনিধিগন এবং সংহতি প্রকাশকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply