বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১ এর একটি দল শুক্রবার (৬ মার্চ) রাতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সে সময় বিপুল পরিমাণ জিহাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ (৩১), মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর (২৮), আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) এবং হাফেজ মো: রাকিবুল ইসলাম (২৫)।
এদের মধ্যে হাফেজ রাবিকুলের বাড়ি কুমিল্লার বরুড়ায়। অন্য তিনজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি ও পাঁচলাইশে।
শনিবার ( ৭ মার্চ) দুপুরে আদমজীর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ঢাকা ও নারায়ণগঞ্জে তাদের নাশকতার পরিকল্পনা ছিল।
Leave a Reply