নিজস্ব প্রতিবেদকঃ ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটি। সোমবার সকাল ১১ টা ঢাকা-নারায়নগঞ্জ(পাগলা) পুরাতন সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতা- কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-ফতুল্লা লিংক রোডের দাপা থেকে শুরু হয়ে ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় এসে শেষ হয়। এসময় সাগরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির সহ হামলায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে নানান ধরণের স্লোগানও দিতে থাকেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলো ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটির আহবায়ক পিয়াস খন্দকার, সদস্য সচিব লেলিন আহম্মেদ,সিঃযুগ্ন আহব্বায়ক আরিফ হাসান,সাইফুল ইসলাম, শওকত হাসেম ইফতি,মোজাম্মেল প্রধান,রোমান মিয়া, মনিনুল ইসলাম বিজয়, মোঃ রাহাত চৌধুরী, মোঃ সবুজ,সাইফুল ইসলাম সাইফ,হাসিবুল ইসলাম সদস্য জুবায়ের আহম্মেদ জাবেদ,মোঃ আদর্শ বাবুল,সজীব হোসেন অয়ন,মোঃ শান্ত ইসলাম, সাইফুল ইসলাম রিফাত, জহিরুল ইসলাম সাগর,মোঃ তুষার আহম্মেদ,মোঃ শান্ত হান্নান,সোহান মাহমুদ সাগর প্রমূখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারের বাসায় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাগর সিদ্দিকী নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নিতে যায়। এদিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জেলা ছাত্রদলের সভাপতি রনির ভাড়াটে ও স্থানীয় আওয়ামী ক্যাডার বাহিনী আগ্নেয়াস্ত্র,দেশীয় তৈরীর ধারালো অস্ত্র, স্ট্যাম্প,লোহার পাইপ নিয়ে সাগর সিদ্দিকী ও তার সহকর্মীদের উপর হামলা চালায়। হামলাকারীরা অস্ত্রের মুখে জিম্মী করে ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীকে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় সাগর সিদ্দিকী কে উদ্বার করতে গেলে হামলাকারীরা তাতীদল নেতা উজ্জলের উপর হামলা চালায়।এতে করে উজ্জলের পা ভেঙ্গে যায় এবং আরো বেশ কয়েকজন নেতা- কর্মী আহত হয়।হামলার এ ঘটনায় সাগর সিদ্দিকী’র ভাই বাদী হয়ে রনি,ভাই রুবেল,ভাগিনা আরাফাত, সাজ,রুবেল, দোলন, পল্লবের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply