নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সাবেক সাংসদ, সাবেক পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার মধ্য রাতে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়’র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply