শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার অস্ত্রের ভয় দেখিয়ে আটক করে ৩২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একদল ছিনতাইকারী। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতালের সামনে ওই ঘটনা ঘটে। ৬টি মটরসাইকেলে করে আসা ৮ সশস্ত্র ছিনতাইকারী ওই ঘটনার পর পালানোর সময়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মনির হোসেন জানান, তার শ্যালক ইমরানকে নিয়ে রাজধানীতে একটি মার্কেটে দোকান ক্রয়ের জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে কাচপুর ব্রীজের পশ্চিম পাশে আসলে ৬টি মটর সাইকেলে করে ৮জন ছিনতাইকারী তাদের গাড়ির গতি রোধ করে হাতুড়ি দিয়ে গ্লাস ভেঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে টাকবা নিয়ে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে।
Leave a Reply