October 3, 2023, 11:42 pm
নারায়ণগঞ্জের খবরঃ অবশেষে আসন্ন জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ ইং নির্বাচনে সম্মিলিত আওয়মী আইনজীবী সমন্বয় পরিষদের এ্যাড,মহোসিন -এ্যাড,মাহবুবের প্যানেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী জোটের সমর্থনে মনোনীত এ্যাড আনিসুর রহমান দ্বীপু-পলু প্যানেল।
রোববার বিকেল ৪ টায় দিকে দিপু-পলু প্যানেলের সকল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিজেদের প্রত্যাহারপত্র দাখিল করেন। এসময় আদালত প্রাঙ্গনে সাংসদ শামীম ওসমান উপস্থিত ছিলেন।
Leave a Reply