বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই বলেছেন, আওয়ামী লীগে কমিটিতে হাইব্রীড-কাউয়াদের স্থান দিবেন না। আমি ওয়ার্ডের নেতাকর্মীদের ঠিক ভাবে চিনি না। কে হাইব্রীড, কে বিতর্কীত। তাদের থানা আওয়ামী লীগের নেতারা ভালো করে চিনে। হাইব্রীড-কাউয়াদের স্থান দিয়ে কোন বিতর্ক দেখা দিলে জেলা আওয়ামী লীগ এর দায় নিবে না।
৭ ডিসেম্বর শনিবার দুপুরে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, মোঃ গোলাম শিকদার রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাক মীর সোহেল, নারায়ণগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা ছাত্রলগের সভাপতি শরীফুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ|।
Leave a Reply