মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

আড়াইহাজারে পুলিশের হস্তক্ষেপে আদালতের আদেশ বাস্তবায়ন

আড়াইহাজার প্রতিনিধি: সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে জমি সংক্রান্ত আলোচিত একটি মামলার আদেশ শনিবার আড়াইহাজার থানার পুলিশ বাস্তবায়ন করেছেন। এ সময় দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। মামলার নথি থেকে পাওয়া তথ্যমতে, স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের মৌজাস্থিতি সিএস ১০৩, সিএস ৬, এস এ ১৭৭, এস এ ১৬৩৬, আরএস ৫৫৫, আরএস ৩২৪৮ পরিমাণ ৩৬ শতাংশ কাতে ১১.৫ শতাংশ ইহা হইতে ১০ শতাংশ জমির মালিক হন মামলার বাদি বিল্লাল হোসেনগং। বাদির পক্ষের আবুল কালাম আজাদ বলেন, জাল-জালিয়াতি দলিল সৃজনের মাধ্যমে প্রতিপক্ষ আছিয়া বেগমগং জমিটি দখল করে রাখেন। পরে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। মামলা নং- ০১/২০১৯ইং।

মামলাটি বাদির পক্ষে নিম্প্রত্তি হয়। আদেশের কপি আড়াইহাজার থানার পৌছলে শনিবার পুলিশ অবৈধ দখল মুক্ত করে বাদিকে বুঝিয়ে দেন। আড়াইহাজার থানার এসআই রুপম বলেন, মামলার রায় বাদির পক্ষে নিম্প্রত্তি হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ‘লাল’ নিশানা টানিয়ে জমি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। পরবর্তীতে অন্য কোনো আদেশ আসলে আমরা সেই মোতাবেক কাজ করব। প্রসঙ্গত. বিরোধপূর্ণ এ জমিটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছিল। পক্ষ বিপক্ষের মধ্যে দখল পাল্টা দখল নিয়ে তৎকালিন সময় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। র্দীঘদিন পর জমিটি পুলিশের হস্তক্ষেপে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় স্থানীয়রাও স্বস্তি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD