শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫’শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বৃহস্পতিবার (৬ মে) বাদ আসর ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনীর বায়েজিদ বোস্তামী রোড এলাকায় অতি দরিদ্র পরিবার গুলোর মাঝে তিনি ওই ঈদ সামগ্রী বিতরণ করেণ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ফরিদ আহমেদ লিটন বলেন, মহামারি করোনা প্রতিরোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কারনে দিন এনে দিন খাওয়া মানুষগুলোর আয়ের সব পথ বন্ধ হয়ে গেছে। যেকারণে এই অসহায় মানুষ গুলোর ঈদ পালন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাই তাদের সেই কষ্ট একটু লাঘব করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, আজ ৫ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। এভাবে আরো এক হাজার ঈদ সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো-দুধ, চিনি, সেমাই, তেল, পোলাউর চাল ও মুগডাল।
এ সময় উপস্থিত ছিলেন-ফতুল্লা ১,২,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য জাকির হোসেন বাবুল, বঙ্গবন্ধু পরিষদ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক একেএম শাহীন, ফতুল্লা ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এসএম আমান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমাম হোসেন, ১নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মো. হাসমত ও আব্দুর রহিম প্রমূখ।
Leave a Reply